Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

মার্কিন বিনিয়োগের সম্ভবনা নিয়ে আমেরিকান কনসাল জেনারেল

মার্কিন বিনিয়োগের সম্ভবনা হলদিয়া শিল্পাঞ্চলে রয়েছে, তা কোন কোন ক্ষেত্রে রয়েছে  মঙ্গলবার কলকাতাস্থ আমেরিকান কনসাল জেনারেল ক্যাথেরিন গিলেস দিয়াজের সঙ্গে

 হলদিয়ার উন্নয়ন কর্তৃপক্ষের( এইচডিএ) বৈঠক হয়েছে। দুদিনের সফরে হলদিয়া আসেন।…

 মার্কিন বিনিয়োগের সম্ভবনা হলদিয়া শিল্পাঞ্চলে রয়েছে, তা কোন কোন ক্ষেত্রে রয়েছে  মঙ্গলবার কলকাতাস্থ আমেরিকান কনসাল জেনারেল ক্যাথেরিন গিলেস দিয়াজের সঙ্গে



 হলদিয়ার উন্নয়ন কর্তৃপক্ষের( এইচডিএ) বৈঠক হয়েছে। দুদিনের সফরে হলদিয়া আসেন। দ্বিতীয় দিন হলদিয়া বেশ কয়েকটি কারখানা ঘুরে দেখেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে। সেখানে উপস্থিত ছিলেন এইচডিএর চেয়ারম্যান জ্যোতির্ময় কর, সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর, অতিরিক্ত জেলাশাসক(ভূমি) বৈভব চৌধুরি, ভাইস চেয়ারম্যান সাধন জানা সহ অন্যান্য আধিকারিকরা। অ্যাডভান্সড পেট্রকেমিকেলস, গ্রিন এনার্জি এন্ড টেকনোলজি, খাদ্য প্রক্রিয়াকরণ ও কৃষি প্রযুক্তি, সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলিং, মেকিং, টেস্টিং এন্ড প্যাকেজিংয়ের মতো সম্ভাবনাময় শিল্প ক্ষেত্র নিয়ে এদিন আলোচনা হয়েছে। চেয়ারম্যান বলেন, কনসালকে জানিয়েছি, হলদিয়া এমন একটি শিল্পাঞ্চল যেখানে বন্দরের সুযোগ রয়েছে যেমন, একইসঙ্গে বিভিন্ন ধরনের শিল্পের সমাহার হলদিয়া। পেট্রকেম থেকে বিদ্যুৎ, স্টিল ইন্ডাস্ট্রি থেকে ভোজ্যতেল, সার থেকে ব্যাটারি সবই তৈরি হয় হলদিয়ায়। এখানকার সিংহভাগ সংস্থা বিদেশে পণ্য রপ্তানি করে। ফলে হলদিয়া একটি আন্তর্জাতিকমানের শিল্পক্ষেত্র। হলদিয়া পেট্রকেমে ৬ হাজার কোটি টাকা নতুন বিনিয়োগ হচ্ছে ন্যাপথা প্রকল্পে। পেট্রকেমে আমেরিকান সংস্থার সঙ্গে প্রযুক্তি বিনিময় হয়। এইচডিএর পক্ষ থেকে ইউএ কনসালকে আমেরিকান প্রতিষ্ঠানের সঙ্গে স্কিল ডেভেলপমেন্টের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ইনভেস্টমেন্ট রোডশো এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ধাঁচে সামাজিক ও শহরের পরিকাঠামো উন্নয়নে প্রস্তাবও দিয়েছে এইচডিএ। এইচডিএ চেয়ারম্যান বলেন, মার্কিন কনসাল হলদিয়ার ভৌগোলিক অবস্থান এবং পরিকাঠামো দেখে খুশি। হলদিয়ার শিল্পবান্ধব পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন কনসাল এদিন বলেন, হলদিয়ার স্ট্র্যাটেজিক লোকেশান ব্যবসা বাণিজ্যের জন্য দারুণ। কী কী ধরনের বাণিজ্য হতে পারে আগামীদিনে সেনিয়ে খোলামনে আলোচনা হয়েছে। মঙ্গলবার এইচডিএতে আসার আগে এদিন বন্দর ও আইডব্লুএআই জেটি ঘুরে দেখেন এবং বন্দর কর্তাদের সঙ্গে মিটিং করেন কনসাল। বুধবার হলদিয়া শিল্পাঞ্চল ঘুরে দেখেন।

No comments